Monday - Saturday, 8AM to 10PM
Call us now   9647482885

Notification (KMCAT’26)

KHAREJI MADRASAH COMMON ADMISSION TEST-2026 (KMCAT’26)
খারেজী মাদ্রাসা কমন এ্যডমিশন টেস্ট-২০২৬-এর বিজ্ঞপ্তি।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় দেশবাসী, আপনারা ইতিপূর্বে বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন যে, “অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত” পরিচালিত ‘বোর্ড অফ ইসলামিক এডুকেশন’ নিয়ন্ত্রিত মাওলানা (বালক এবং বালিকা) ও হিফজ (বালক) বিভাগের মাদ্রাসাগুলিতে নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা (Common Admission Test) চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
নিন্মে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত উল্লেখ করা হল-
এলিজিবিলিটি:
১) কেবলমাত্র স্কুলে চতুর্থ শ্রেণীতে পাঠরত (বর্তমান ) ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
২) কেবলমাত্র পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করা যাবে।
৩) চতুর্থ শ্রেণী ছাড়া অন্য কোনো শ্রেনীত বর্তমান পাঠরত ছাত্র-ছাত্রীরা এ্যডমিশন টেস্টে অংশগ্রহনের জন্য ফর্ম ফিলাপ করলে তাদের ফর্ম বাতিল করা হবে।
আবেদনের সময়সীমা এবং গুরুত্বপূর্ণ তারিখ সমূহ:
১) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোন আবেদন গ্রহণ করা হবে না।
২) আগামী ১৫ই নভেম্বর ২০২৩ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
৩) আবেদনের শেষ সময় ১৪ ই ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫৯:৫৯ মিনিট।
৪) পরিক্ষা গ্রহণ: ১৭ই ডিসেম্বর ২০২৩ রবিবার । (সকাল ১১টা থেকে ১২:৩০টা পর্যন্ত লিখিত ) (দুপুর ১২:৪৫টা থেকে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে)।
৫) যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক অনলাইনে আবেদনের সময় সেটি নির্বাচন করতে হবে এবং সেই প্রতিষ্ঠানেই তার এডমিশন টেস্ট গ্রহণ করা হবে।
৬) ফলাফল প্রকাশ: ২৪শে ডিসেম্বর ২০২৩ দুপুর ১২ টা।
৭) সফল ছাত্র-ছাত্রীদের ভর্তি ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
৮) ২রা জানুয়ারি ২০২৪ তারিখে আনুষ্ঠানিক ভাবে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন শুরু হবে ইনশাআল্লাহ।
আবেদন পদ্ধতি:
১) ‘বোর্ড অফ ইসলামিক এডুকেশন’ এর ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
২) ফর্ম পূরণ সম্পন্ন হলে এডমিট কার্ড সাথে সাথেই ডাউনলোড করা যাবে।
৩) আবেদন ফিজ ১০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এবং সাকসেসফুল রিসিভ কপি প্রিন্ট করতে হবে।
৪) আবেদন প্রক্রিয়া শুরু করার পূর্বে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রস্তুত রাখতে হবে:
ক) জন্ম সার্টিফিকেট। খ) আঁধার কার্ড। গ) পাসপোর্ট সাইজের এক কপি ফটো। ঘ) চতুর্থ শ্রেণীতে ভর্তির রিসিভ কপি। মাওলানা বিভাগে ভর্তি পরীক্ষার সিলেবাস:
১) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ৬০ নম্বরের প্রশ্ন থাকবে – (বাংলা -২০, ইংরেজি -২০, গণিত -২০)
২) সাধারণ (বেসিক) আরবি থেকে ১০ নম্বরের এবং ইসলামী সাধারণ জ্ঞান থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
৩) লিখিত পরীক্ষা ৮০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা ২০ নম্বরের, সর্বমোট ১০০ নম্বর
৪) লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সিলেবাস একই।
হিফজ বিভাগে ভর্তি পরীক্ষার সিলেবাস: ১) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ৬০ নম্বরের প্রশ্ন থাকবে – (বাংলা -২০, ইংরেজি -২০, গণিত -২০)
২) ৪০ নম্বরের মেমোরি টেস্ট।
৩) লিখিত পরীক্ষা ৬০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা ৪০ নম্বরের, সর্বমোট ১০০ নম্বর।
বি:দ্র:- ‘বোর্ড অফ ইসলামিক এডুকেশন’-এর অধীনস্থ মাদ্রাসা গুলির পঠন-পাঠন সমপর্যায়ের, অতএব যদি এ্যডমিশন টেস্টে সফল কোন শিক্ষার্থী তার পছন্দের মাদ্রাসাতে ভর্তি হওয়ার সুযোগ না পায় (মেরিট অনুযায়ী) তাহলে বোর্ড পরিচালিত অন্য মাদ্রাসাতে তাকে ভর্তির সুযোগ দেয়া হবে। এক্ষেত্রে সফল ছাত্র-ছাত্রীকে ৩১শে ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে। যেকোনো সমস্যায় যোগাযোগ করুন:
১) ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে- 9647109481
২) অন্যান্য বিষয়ে জানতে- 8926027934