NOTIFICATION (KMCAT’26)

KHAREJI MADRASAH COMMON ADMISSION TEST – 2026 (KMCAT’26)

খারেজী মাদ্রাসা কমন এ্যাডমিশন টেস্ট – ২০২৬ এর বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।


প্রিয় দেশবাসী,

আপনারা ইতিপূর্বে বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন যে৷ “অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত” পরিচালিত ‘বোর্ড অফ ইসলামিক এডুকেশন’ (B.O.I.E.) নিয়ন্ত্রিত মাওলানা (বালক ও বালিকা) এবং হিফজ (বালক) বিভাগের মাদ্রাসাগুলিতে নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা (Common Admission Test) চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।


নীচে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো:

🧾 যোগ্যতা (Eligibility):

কেবলমাত্র বর্তমানে চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত (পাঠরত) ছাত্র-ছাত্রীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

কেবলমাত্র পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করা যাবে।

চতুর্থ শ্রেণী ব্যতীত অন্য কোনো শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা আবেদন করলে তাদের ফর্ম বাতিল করা হবে।


🗓️ গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):

অনলাইনে আবেদন শুরু: ০১ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০:০০ টা

আবেদনের শেষ তারিখ: ১৩ই ডিসেম্বর ২০২৫ (শনিবার) রাত ১১:৫৯ মিনিট

লিখিত পরীক্ষা: ১৪ই ডিসেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১১:০০টা – ১২:৩০টা

মৌখিক পরীক্ষা: দুপুর ১২:৪৫টা থেকে শুরু হবে

ফলাফল প্রকাশ: ২১শে ডিসেম্বর ২০২৫ (রবিবার) দুপুর ১২:০০টা

ভর্তি কার্যক্রম: ২৪ ও ২৫শে ডিসেম্বর ২০২৫ (বুধবার ও বৃহস্পতিবার) সকাল ১০টা – বিকাল ৪টা

পাঠদান শুরু: ২রা জানুয়ারি ২০২৬ (শুক্রবার) ইনশাআল্লাহ


💻 আবেদন পদ্ধতি (How to Apply):

অনলাইনে আবেদন করতে ভিজিট করুন 👉 www.boieducation.com

শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে; অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

আবেদন (রেজিষ্ট্রেশন) ফি ৳৩০০ টাকা, যা অনলাইনে জমা দিতে হবে।

আবেদন সম্পন্ন হলে Admit Card, ফর্ম, ও পেমেন্ট রিসিভ সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নেবেন।

অনলাইনে আবেদন করার সময় পছন্দের মাদ্রাসা নির্বাচন করতে হবে। পরীক্ষাও সেই প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হবে।


📄 আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

1. জন্ম সনদ (Birth Certificate)।

2. আধার কার্ড (Aadhaar Card)।

3. এক কপি পাসপোর্ট সাইজ ছবি।

৪. বর্তমান ২০২৫ শিক্ষাবর্ষে  (চতুর্থ শ্রেণী) পাঠরত ছাত্র-ছাত্রীরা ফর্ম ফিলাপ করবেন। 


📚 মাওলানা বিভাগে ভর্তি পরীক্ষার সিলেবাস:

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ৬০ নম্বর প্রশ্ন — বাংলা – ২০, ইংরেজি – ২০, গণিত – ২০

সাধারণ (বেসিক) আরবি – ১০ নম্বর

ইসলামী সাধারণ জ্ঞান – ১০ নম্বর

লিখিত পরীক্ষা – ৮০ নম্বর, মৌখিক পরীক্ষা – ২০ নম্বর (মোট ১০০ নম্বর)


📖 হিফজ বিভাগে ভর্তি পরীক্ষার সিলেবাস:

 পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ৬০ নম্বর প্রশ্ন — বাংলা – ২০, ইংরেজি – ২০, গণিত – ২০

মেমোরি টেস্ট – ৪০ নম্বর

লিখিত – ৬০, মৌখিক – ৪০, সর্বমোট – ১০০ নম্বর



📌 বিশেষ দ্রষ্টব্য (Note):

‘বোর্ড অফ ইসলামিক এডুকেশন’-এর অধীনস্থ সকল মাদ্রাসার পাঠ্যক্রম একই মানসম্পন্ন। যদি কোনো সফল প্রার্থী তার নির্বাচিত মাদ্রাসায় ভর্তি হতে না পারে, তবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী অন্য মাদ্রাসায় তাকে ভর্তি করা হবে ইনশাআল্লাহ।


☎️ যোগাযোগের জন্য: ফর্ম ফিলআপ সংক্রান্ত বিষয়ে: 📞 62949 45913 / 96471 09481

বোর্ড অফিস সংক্রান্ত বিষয়ে: 📞 95938 96821

ওয়েবসাইট: 🌐 www.boieducation.com