সম্মানিত ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামের সুমহান শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আগামীর প্রজন্মকে আলোকিত করতে একটি মাদ্রাসা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সেই সেবামূলক কাজের অংশ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিরলস কাজ করে চলেছি। আমাদের মাদ্রাসায় ছাত্রীদের জন্য ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বিত ব্যবস্থা করা হয়েছে। কুরআন, হাদিস, আরবি ভাষা, ফিকাহ, তাফসিরের পাশাপাশি বিজ্ঞান, গণিত, কম্পিউটার, ও ইংরেজি শিক্ষার মাধ্যমে তাদেরকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। কিন্তু, এই মহৎ উদ্যোগ সফল করার জন্য আমাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমাদের চাহিদাগুলো: 1. দরিদ্র ও এতিম ছাত্রীদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ। 2. মাদ্রাসার ভবন নির্মাণ, মেরামত ও সম্প্রসারণ। 3. পাঠ্যপুস্তক, খাবার এবং ছাত্রীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। 4. আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব। আপনাদের ছোট্ট একটি দান আমাদের মাদ্রাসার জন্য হতে পারে এক বিশাল নিয়ামত। আল্লাহ বলেন: "যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্যবীজের মতো, যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয়। প্রতিটি শীষে থাকে একশোটি শস্য। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করেন।" (সূরা আল-বাকারা, আয়াত ২৬১) আসুন, আমরা একসাথে একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলি। আপনার দান হতে পারে একটি শিশুর জন্য শিক্ষার দরজা খুলে দেওয়ার কারণ। যোগাযোগ ও দান পাঠানোর মাধ্যম: ঠিকানা: রাজাপুর (গোরাতলা), চাঁপাপুকুর, মাটিয়া, উত্তর ২৪ পরগনা, ৭৪৩২৯১, পশ্চিমবঙ্গ ব্যাংক অ্যাকাউন্ট: মোবাইল/হোয়াটসঅ্যাপ: আপনার দান শুধু মাদ্রাসার উন্নয়ন নয়, এটি হবে একটি সদকায়ে জারিয়া, যা কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাওয়াবের কারণ হবে। আল্লাহ আমাদের সকলকে তাঁর পথে দান করার তাওফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান।
শিক্ষার আলো ছড়িয়ে দিন –
একটি মাদ্রাসার হাত ধরে
মাদ্রাসার নাম: যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত