Admission Test Notification ‘25
অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত’ পরিচালিত, মা মরিয়ম মেমোরিয়াল –
‘বিবি আসিয়া বালিকা মাদ্রাসা’-য় একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি।
(সম্পুর্ন আবাসিক)
আসসালামু আলাইকুম,
প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে, অল্ ইন্ডিয়া সুন্নাত অল্ জামায়াত একটি শিক্ষা ও সেবামূলক সংগঠন, যে সংগঠনের অধীনে প্রায় একশ’টি মাদ্রাসা ও দুই শতাধিক মক্তব পরিচালিত হচ্ছে। কিন্তু যে সকল শিক্ষার্থী স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে পড়ার
কারণে ইসলামী শিক্ষা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়েছে তাদের উভয় শিক্ষায় তথা ইসলামী ও আধুনিক শিক্ষায় স্বাবলম্বী করে তোলার জন্য সম্পূর্ণ নতুন ধারায় বাদুড়িয়া থানার অন্তর্গত জোড়া অশ্বথতলায় "মা মরিয়ম মেমোরিয়াল" ‘বিবি আসিয়া
বালিকা মাদ্রাসা’ প্রতিষ্ঠা করা হয়েছে।
এই প্রতিষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্য হল কেবলমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের কলা বিভাগের (আর্টস) পাঠক্রমের পাশাপাশি সিলেবাস অনুযায়ী ইসলামী শিক্ষা
যথাযথভাবে প্রদান করা হবে।
নিম্নে এই প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হল-
১) এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য কারা আবেদন করতে পারবে?
ক) যে সমস্ত ছাত্রীরা এ বছরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অংশগ্রহণ করবে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে।
খ) যে সমস্ত ছাত্রীরা একাদশ শ্রেণীতে কলা (Arts) বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে।
২) প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:
ক) এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য লিখিত ও মৌখিক দুটি পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হবে।
খ) লিখিত পরীক্ষা হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাঠক্রম অনুযায়ী।
গ) সর্বমোট ৫০ নাম্বারের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। যথা– বাংলা- ১০, ইংরেজি- ১০, স্যোশাল সাইন্স -২০ এবং সাধারণ জ্ঞান- ১০।
ঘ) লিখিত পরীক্ষায় সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান- ১।
ঙ) লিখিত পরীক্ষার দিনেই বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
৩) অন্যান্য জ্ঞাতব্য বিষয়সমূহ:
ক) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের তালিকা বোর্ড অফ ইসলামিক এডুকেশন-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে, অতঃপর মাধ্যমিক পরীক্ষার মার্কশিট জমা করতে হবে।
খ) লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট বোর্ড অফ ইসলামিক এডুকেশন-এর ওয়েবসাইট boieducation.com- এ প্রকাশ করা হবে।
গ) ফাইনাল মেরিট লিস্টে যে সমস্ত ছাত্রীর নাম থাকবে কেবলমাত্র তারাই ভর্তির সুযোগ পাবে।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ:
ক) ২৫ শে জানুয়ারি ২০২৫ শনিবার থেকে বোর্ড অফ ইসলামিক এডুকেশনের ওয়েবসাইট থেকে ফর্ম ফিলাপ করা যাবে।
খ) ফর্ম ফিলাপ করার শেষ তারিখ ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার।
গ) প্রবেশিকা পরীক্ষা গ্রহণ: ২৭ শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, (লিখিত পরীক্ষা সকাল ১২ টা থেকে ১ টা পর্যন্ত এবং মৌখিক পরীক্ষা দুপুর ১ টা থেকে শুরু হবে।)
ঘ) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ: ০২ রা মার্চ ২০২৫ রবিবার বেলা ২টায়।
ঙ) ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
এই প্রতিষ্ঠানে যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে:
১) বাংলা। ২) ইংরেজি। ৩) আরবি। ৪) কম্পিউটার (সকলের জন্য থাকবে)।
এছাড়া, ১) বায়োলজিক্যাল সায়েন্স। ২) ভূগোল। ৩) ইতিহাস। ৪) ফিলোসফি। ( অবশিষ্ট দুটি সাবজেক্ট পছন্দ অনুযায়ী এর মধ্য থেকে গ্রহণ করা যাবে)।